ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মডেল প্রেস ক্লাবের ২০২৩-২৪ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি আবু কাওসার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মাজেদুল ইসলাম।
আবু কাওসার দৈনিক ভোরের ডাক ও আনন্দ টিভি ও মোঃ মাজেদুল ইসলাম দৈনিক কালের কন্ঠ উভয় নবীনগর উপজেলা প্রতিনিধি।
ঘোষিত ফল অনুযায়ী, ২০২৩-২৪ মেয়াদে ১১ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সফর মিয়া, সহ-সভাপতি খলিলুর রহমান , যুগ্ম-সম্পাদক সুমন আহমেদ, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক নুরুল আলম, তথ্যপ্রযুক্তি সম্পাদক তানজিনা শিলা।
ব্যবস্থাপনা কমিটিতে ৩ জন সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার(৫ জানুয়ারি) দিনভর আলোচনা করার পর সর্বসম্মতিক্রমে দুপুর ৩ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন উক্ত পরিচালনা কমিটির আহ্বায়ক মো.ওমর ফারুক।
সকল প্রার্থীই ফলাফল মেনে নেন। তারা বলিষ্ঠ কণ্ঠে বলেন, সাংবাদিকরা যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তা আমরা একসাথে কাজের মাধ্যমে আগামীতেও প্রমাণ করব।