ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বিষ্ণুপুর আদর্শগ্রাম ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিষ্ণুপুর আদর্শগ্রাম মাঠে স্থানীয় যুব সমাজের আয়োজনে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মুক্তা ফুটবল একাদশ বনাম হিরামনী ফুটবল একাদশ।
ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারে গিয়ে মুক্তা ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয় হিরামনী ফুটবল একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। সভাপতি স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুকবুল হোসেন,প্রধান মেহমান বাংলাদেশ আওয়ামীলীগ লাউর ফতেহপুর ইউনিয়ন শাখা’র সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কন্ট্রাক্টর,উদ্ভোধক আহাম্মদপুর গাউছিয়া হাফিজিয়া মাদরাসার সাধারন সম্পাদক মো. খবির উদ্দিন সরকার।
সৌদীআরব প্রবাসী মোহাম্মদ রুবেল মিয়া ও বিষ্ণুপুর আদর্শ গ্রামের সভাপতি মোহাম্মদ জিবন মিয়ার সার্বিক পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙ্গেরকুট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক নাজমুল আলম মজনু সরকার, সমাজ সেবক মোহাম্মদ সাজাহান মিয়া, মোহাম্মদ দুলাল মিয়া, আহাম্মদপুর একতা বয়েজ কাবের আহবায়ক জামাল আহমেদ ভুইয়া, ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরি, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান দিপু, সমাজ সেবক মোহাম্মদ জহির মিয়া, মোহাম্মদ শুক্কুর মিয়া, মোহাম্মদ মাইনুদ্দীন সরকার, মোহাম্মদ আমির হোসেন সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
খেলার সার্বিক সহযোগীতায় ছিলেন, মোহাম্মদ মন মিয়া, নাছির কন্ট্রাক্টর, সৌদী প্রবাসী মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ বাকিরুল, আবুল কালাম, লিলু মিয়া, আলম মিয়া, কামরুল হাছান, হৃদয় হাছান, ইউনুস মিয়া, এনামুল হোসেনসহ আরো অনেকে। মিয়া।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রিজ এবং রানার্সআপ দলের হাতে রানার্সআপ ট্রফি তোলে দেন।
ওয়াহেদুজ্জামান দিপু, নবীনগর তিতাস টিভি। Thanks for watching