ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রভাষক রুবেল মিয়ার সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান কবির, লাউর ফতেহপুর আর এনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খান, কলেজ গভার্নিং বডির সদস্য গাজী এখলাস উদ্দিন পিন্টু, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা হারুনূর রশিদ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে পিতামাতার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাদের মানুষের মতো মানুষ করতে হলে এবং তাদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পিতা-মাতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রতিটি পরিবার থেকে যদি একজন ছেলে মেয়েও মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলা যায়, তাহলেই সেই পরিবার, সমাজ ও দেশ আলোকিত হবে। তাই আমাদের ভালো ফলাফলের পাশাপাশি ছেলেমেয়েদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি শিক্ষার্থী যদি আমাদের কলেজের নিয়ম কানুন মেনে নিয়মিত ক্লাস করে এবং বাড়িতে কমপক্ষে ৪-৫ ঘন্টা লেখাপড়া করে, সেই শিক্ষার্থী অবশ্যই ভালো ফলাফল করবে। সেজন্য অবশ্যই ছেলেমেয়েদের প্রতি পিতামাতার সজাগ দৃষ্টি রাখার আহব্বান জানান তিনি। এছাড়াও ব্যারিস্টার জাকির আহাম্মদ তার বক্তব্যে নবীনগরের শিক্ষার মান উন্নয়নে আমৃত্যু কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অভিভাবক সমাবেশে কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রতিক্রিয়া জানান।
Thanks for watching