ঢাকার ধামরাই উপজেলার সকল ইউনিয়নের সাধারণ জনগণকে স্বাস্থ্য সচেতন ও সু-স্বাস্থ্যের অধিকারী করার লক্ষ্যে আমেনা নূর ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা শুরু হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) উপজেলার চৌহাট ইউনিয়নে বকশি বাজারে শত শত রোগীদের এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদানে তিন জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা ডায়বেটিস পরীা, রক্তচাপ নির্নয় করা ছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসা ও পরার্মশ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমেনা নূর ফাউন্ডেশনের এর পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল-জামান, ডঃ আশরাফ আল-জামন, চৌহাট ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ার সিকদার,চৌহাট ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ আলম কবির, ধামরাই উপজেলা যুবলীগ নেতা মোঃ জাকারিয়া দিপু, মোঃ কামরুল হাসান, ইউনিয়ন যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদসহ আরো অনেকে।
ধামরাই থেকে মোঃ মামুন হোসেন, নবীনগর তিতাস টিভি।