-3.7 C
New York
Thursday, January 16, 2025
spot_img

নবীনগরে কৃষক সমাবেশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ***

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে ও ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নের ল্েয উপজেলা পরিষদের মিলনায়তনে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কৃষক সমাবেশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণয় চাকমা। উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর লিটনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মুন্সী তোফায়েল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জগলুল হায়দারসহ আরো অনেকে।

এ সময় বক্তারা দেশের আর্থিক সংকট মোকাবিলায় কৃষকদের করণীয় শীর্ষক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সমাবেশে উপজেলা বিভিন্ন ইউনিয়নের কয়েক শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

পরে ২০২২-২৩ অর্থবছরের রবি মৌসুমের বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির ল্েয প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

শুভ চক্রবর্ত্তী, নবীনগর তিতাস টিভি।

Thanks for watching

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন