ঢাকার ধামরাইয়ে বিভিন্ন ইউনিয়নে ২৫ কোটি টাকা ব্যয়ে স্কুল ও নতুন সড়ক মিলিয়ে ১৪টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
বুধবার (১৬ নভেম্বর ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন ও উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, উপজেলা প্রকৌশলী সালেহ্ হাসান প্রামানিক, যুবলীগ নেতা হাফিজুর রহমান, আমতা ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমা, সোমভাগ ইউপি চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেনসহ আরো অনেকে।
ধামরাই থেকে মো. মামুন হোসেন, নবীনগর তিতাস টিভি।