18 C
New York
Monday, September 25, 2023
spot_img

পলিথিনে মোড়ানো একদিনের নবজাতক উদ্ধার, মা পুলিশ হেফাজতে ***

মো. শফিকুল ইসলাম, ডেস্ক নিউজ ;

নরসিংদীর মনোহরদীতে রাস্তার পাশ থেকে জীবিত এক মেয়ে নবজাতক উদ্ধার হয়েছে। আজকে রবিবার (১৩ নভেম্বর) সকালে মনোহরদী সরকারী কলেজের পশ্চিমে শহীদ মিনারের পাশ থেকে পলিথিনে মোড়ানো নবজাতকটি উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স এক দিন বলে জানিয়েছেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। তবে তার বাবা-মার সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাটতে বের হয়েছিলেন শান্তা ইসলাম নামে এক নারী। কলেজের সামনে পৌঁছলে ওই নবজাতকের কান্না শুনতে পান তিনি। পরে মনোহরদী থানা পুলিশকে খবর দিলে তারা শিশুটিকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে হাসপাতালের নার্সরা তার সেবা দিচ্ছেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন বলেন, কে বা কারা লোক চক্ষুর অন্তরালে ওই নবজাতককে ফেলে রেখে পালিয়ে যায়। তার প্রকৃত বাবা-মাকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। মনোহরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে শিশুটিকে দেখে এসেছি। চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ বলেন, এক দিনের নবজাতক মনে হচ্ছে। শিশুটির শারীরিক অবস্থা বেশ ভালো। তারপরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেম বলেন, বর্তমানে ওই নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা এখন বেশ ভালো আছে। আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি। চিকিৎসার কোন ত্রুটি হবে না। উল্লেখ্য যে, এদিকে আজ বিকালে জুয়েনা (৪০) পিতা-সাইফুল ইসলাম, গ্রাম-অর্জুনচর, মনোহরদী ও স্বামী- মোয়াজ্জেম (সৌদি প্রবাসী) গ্রাম- কালিয়াকুড়,গাজীপুর নামে এক নারী থানায় এসে শিশুটির মা দাবী করছে। তাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ওই নারীই কি? শিশুটির প্রকৃত মা কিনা যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান,সরেজমিন পত্রিকাকে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন