ধামরাই প্রতিনিধি;
ঢাকার ধামরাইয়ে সংবাদ সংগ্রহের সময় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সাংবাদিক মো মাসুদ রানা হামলার শিকার হয়েছেন। এ সময় গাড়ি ভাংচুর করে একটি ল্যাপটপ ও একটি ক্যামেরা ছিনিয়ে নেয় দুবৃর্ত্তরা।
শনিবার দুপুরের দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে আলোকিত প্রতিদিন পত্রিকার সাংবাদিক মাসুদ রানা বলেন, আমরা ‘দুইজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম। এ সময় দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা হঠাৎ করে আমাদের ওপর হামলা চালায়। হামলার সময় তারা ল্যাপটপ, ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই এবং গাড়ি ভাঙচুর করেছে এ বিষয়ে ধামরাই থানায় অভিযোগ করা হয়েছে।
সাংবাদিকের উপর হামলার ঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।