18 C
New York
Monday, September 25, 2023
spot_img

কীটনাশক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ১০টি ইউনিট ***

মামুন হোসেন, (ঢাকা) ধামরাই;

ঢাকার ধামরাইয়ে একটি কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

শনিবার (১২ নভেম্বর) ভোরে ধামরাইয়ের কালামপুর বিসিক এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড এগ্রো লিমিটেড নামের ওই কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, ভোর ৫ টার দিকে ওই কারখানায় অগ্নিকান্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের সর্বমোট ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৫ ঘন্টার প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায় নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন