ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসী জনশক্তি সেবা সংগঠনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ হিসেবে দুই ল টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলার সাতমোড়া ইউনিয়নের চেচড়া গ্রামে সংগঠনের সেচ্ছাসেবী সদস্যরা এলাকার হতদরিদ্র, অসহায় প্রতিটি পরিবারের বাড়িতে গিয়ে এই নগদ অর্থ বিতরণ করেন। নগদ অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রবাসী জনশক্তি সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ শাকিল আহম্মেদ, সংগঠনের সেচ্ছাসেবী সদস্য মোঃ মাঈনুদ্দিন, মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ ইফাত মিয়া, ওমর ফারুক, হৃদয় মিয়া, সাগর মিয়া, মোঃ নিহাদ, মোঃ সুহেল। এসময় আর্থিক অনুদান পাওয়া হতদরিদ্র, অসহায় প্রতিটি পরিবারের সদস্যরা প্রবাসী জনশক্তি সেবা সংগঠনের এমন মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন, মানবতার কল্যানে এই সংগঠনটি ইতিমধ্যে আমাদের প্রতি, যে ভালবাসা দেখালেন তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও তাদের সংগঠনের এমন কর্মকান্ড অব্যাহত রাখতে আহব্বান জানান তারা।
নগদ অর্থ বিতরণে সার্বিক সহযোগীতা করেন মাঈনুদ্দিন খান, মোঃ খাজা, মোঃ জাবেদ, মোঃ জাহিদ সরকার, শেখ শিহাব উদ্দিন, মোঃ রনি, মোঃ মেহেদী, মোঃ শাকিল, মোঃ পারভেজ, মোঃ রাকিব, মোঃ সুমন, মোঃ দেলোয়ার সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।