কুমিল্লায় ১৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও সাদা ছড়ি প্রদান করেছে কুমিল্লা জেলা প্রশাসন। গতকাল এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা ‘জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা’র মহাসচিব মো. আইউব আলী হাওলাদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আবেদ আলী। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার।
তিনি যোগ্যতার ভিওিতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীরা সমাজে বিশেষ সুবিধা সম্পন্ন মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিশেষ সুবিধা প্রদান করেছেন। মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী শিার্থীদের শিা বৃত্তি প্রদান, উন্নত প্রশিণের ব্যাবস্থা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এসময় ১৫০ জন অসহায় হত দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে তাদের পথ চলার অবলম্বন প্রতীক র্স্মাট ক্যান ও সাদাছড়ি এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল।
কুমিল্লা থেকে সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, নবীনগর তিতাস টিভি।