-3.7 C
New York
Thursday, January 16, 2025
spot_img

নবীনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন, উপজেলা প্রাণি সম্পদ প্রথম ***

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও অনলাইন কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। মেলা উপলে একটি র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলায় এসে শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, বীরমুক্তিযোদ্ধা সামছুল আলম সাহন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মোঃ নাছির উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, নবীনগর প্রেসকাবের সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর মডেল প্রেসকাবের সভাপতি আবু কাউছার, দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, জেলা আওয়ামীলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকতা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ । মেলায় ১৬টি স্টলে সরকারি বিভিন্ন দফতর ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। এসময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং মেলায় ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় উপজেলা প্রাণি সম্পদ বিভাগ ১ম, কৃষি বিভাগ ২য় এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে ৩য় স্থান অর্জন করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন