23.2 C
New York
Friday, September 13, 2024
spot_img

বিদ্যুতের অপচয় রোধে সাভারে রাতের বেলায় ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান ***

ঢাকার সাভারে বিদ্যুতের অপচয় রোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রাতে সাভারের বিভিন্ন দোকান পাটে এ অভিযান পরিচালনা করেন, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন ও আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আক্তার।

জানা যায়, রাতে সাভারের বিভিন্ন অলি গলিতে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেন ও আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আক্তার যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রয়োজনের অতিরিক্ত আলো ব্যবহারকারী ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে বিদ্যুত আইনে সতর্ক করার পাশাপাশি নগদ অর্থদন্ড প্রদান করা হয়।

বিভিন্ন শপিংমলগুলোকে সরকার নির্ধারিত সময়ে রাত ৮ টার মধ্যে বন্ধ করার জন্যও নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতে আইনের ব্যত্যয় ঘটালে বিদ্যুৎ সংযোগ বন্ধ ও দন্ড হিসেবে জেলে প্রেরণের বিষয়ে সতর্ক করা হয়। দেশের বিদ্যুৎ সংকটময় এই পরিস্থিতিতে বিদ্যুৎ অপচয়রোধে এই ধরনের অভিযান সবসময় চলমান থাকবে বলে জানান ম্যাজিষ্ট্রেটগণ।

সাভার থেকে সাইফুল ইসলাম, নবীনগর তিতাস টিভি।

https://youtu.be/uKhwDuN87f8

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন