ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গাউছে পাকেঁর স্মরণে ১৫তম বার্ষিক সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলার লাউর ফতেহপুর হাই স্কুলের পাশে জহিরুল ইসলামের বাড়ীতে এই সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। ইব্রাহীমপুর ফাজিল মাদ্রাসার অধ্যাপক মোকাররম হোসেন চিশতীর সভাপতিত্বে সুন্নী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের অধ্য মোঃ ইকবাল হোসেন।
সুন্নী মহাসম্মেলনে সহ সভাপতিত্ব করেন ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন লাউর ফতেহপুর তুজুমিয়া আলিম মাদ্রাসার অধ্য জয়নাল আবেদিন, আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজের অধ্যাপক মাহাবুবুল আলম, ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক শাহ জাহান কবির, লাউর ফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আল আমিন খান, লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু নছর, ইউপি সদস্য এমদাদুল হক ইদন, সাংবাদিক আব্দুল হাদী, সাবেক ইউপি সদস্য ফিরুজ মিয়া, লাউর ফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাহাবুবুর রহমান, ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোখলেছুর রহমান, মোঃ মিজানুর রহমান, সাবেক সদস্য মনির হোসেন সরকার।
সুন্নী মহা সম্মেলনে কোরআন হাদীসের আলোকে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, চাপুইর জালালীয়া দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা নাছির উদ্দিন জালালী।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন, মুফতি জুনায়েদ হোসেন জালালী, গাজী পীর মুফতি জসিম উদ্দিন মুজাহিদ রেজভী, হযরত মাওলানা হেলাল উদ্দিন আশেকী, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ মাওলানা এনাম এলাহি। এছাড়াও আরো বহু ওলামায়ে কেরামগণ কোরআন হাদীসের আলোকে তাশরীফ আনেন।
সুন্নী মহা সম্মেলনের সার্বিক তত্তবধায়নে ছিলেন এডভোকেট শফিকুল ইসলাম আকাশ। দেশ বরেণ্য আলেম ওলামা কেরামগণের বয়ান শুনতে সুন্নী মহা সম্মেলনে মুসল্লীদের ব্যাপক উপস্থিতি ল্য করা গেছে।