নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গরা রমজান মোল্লা মিনিবার ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা রমজান মোল্লা খেলার মাঠে এই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলা হোক মাদকমুক্ত সমাজ গড়ার হাতিয়ার এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বাঙ্গরা দণি পাড়া বটতলা ফুটবল একাদশ বনাম রমজান মোল্লা ফুটবল একাডেমি।
জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবির প্রধান পৃষ্ঠপোষকতায় ও ইউপি সদস্য আবু নাছারের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও বাঙ্গরা ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালেহ আহম্মেদ মুকুল সরকার।
উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গরা ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল বাতেন, বাঙ্গরা ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, সমাজ সেবক আলী আহাম্মদ ও নুরুল আমিন, জিনদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ সুমন খান ও দেলোয়ার হোসেন, সমাজকর্মী কাইয়ুম সরকার, জিনদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত সরকার সহ আরো অনেকে।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই মাদক থেকে দূরে থাকতে যুব সমাজকে বেশী বেশী খেলাধুলার প্রতি মনোযোগী হতে আহব্বান জানান তারা।
খেলায় ৮-০ গোলে বাঙ্গরা দণি পাড়া বটতলা ফুটবল একাদশকে হারিয়ে রমজান মোল্লা ফুটবল একাডেমি জয় লাভ করেন।
খেলায় রেফারির হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ বিল্লাল হোসেন। খেলায় দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।