‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ -এই শ্লোগানে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতেও একযোগে পালিত হয়েছে শিক্ষক দিবস।
দিবসটি উপলক্ষে নবীনগর সরকারি কলেজ, নবীনগর মহিলা ডিগ্রি কলেজ, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে র্যালী, আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। নবীনগর সরকারি কলেজ প্রাঙ্গণ হতে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ গিয়ে শেষ হয়।
পরে কলেজ ক্যাম্পাসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকারম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, নবীনগর সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল সোবাহান।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মুছা, ব্যারিষ্টার জাকির আহমেদ কলেজ এর অধ্যক্ষ মো. ইকবাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
আলোচনা শেষে সকলের উপস্থিতিতে বৃক্ষরোপন করা হয়।