বিটঘর থেকে এস.এম অলিউল্লাহ;
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টচার্য্য বিদ্যাপীঠের ১ম ব্যাচের শিার্থীদের বিদায় সংবর্ধনা ও ৩নং একাডেমিক ভবনের উদ্বোধন উপলে আলোচনা সভা গতকাল শনিবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার প্রারম্ভে ফিতা কেটে ৩নং একাডেমিক ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। পরে পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুনতাসির মহিউদ্দিন অপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফিনেন্স এন্ড ব্যাংকিং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মুজিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ডের উপ-সচিব সাফায়েত মিয়া, উপ-পরিদর্শক রৌকসানা ফেরদৌস মজুমদার। দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য্য বিদ্যাপীঠের নির্বাহী কমিটির সভাপতি মোস্তফা কামাল এর সঞ্চালণায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর, ব্যাবসায়ী দুলাল চন্দ্র সাহা, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, সমাজ সেবক আব্দুল হাকিম বুলবুল, শফিকুল ইসলাম সফিক, খালেদ মোশারফ দিপু, রোমান মুন্সিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।