ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড নবীনগর উপজেলা থেকে সদস্য পদে মোঃ নাছির উদ্দিন ও সংরতি মহিলা সদস্য পদে সনি আক্তার সুচী বিপুল ভোটে বিজয়ী হওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুকরানা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবমূখর পরিবেশে এই শুকরানা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে শুকরানা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এড. শিব সংকর দাস, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম শাহরিয়ার বাদল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. সুজিত কুমার দেব, যুগ্ন সাধারন সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, ইউপি সদস্য ও সংরতি মহিলা ইউপি সদস্য সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের আরো বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো উপজেলা পরিষদের মিলনায়তনে এক আনন্দঘণ পরিবেশের সৃষ্টি হয়।
এসময় উপস্থিত সকলে শান্তিপূর্ণভাবে এমন অবাধ, সুষ্ঠু ও নিরপে জেলা পরিষদ নির্বাচনের ব্যবস্থা করে দেওয়াই এবং নির্বাচনের পরে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুকরানা সভা ও দোয়া অনুষ্ঠানের মতো ব্যাতিক্রম আয়োজন করায় তারা সকলে স্থানীয় সাংসদ মোঃ এবাদুল করিম বুলবুল ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের শুরুতে এমপি এবাদুল করিম নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন ও সংরতি মহিলা সদস্য সনি আক্তার সুচীকে ফুলের মালা দিয়ে তাদের বরণ করেন নেন। পরে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ পৃথক পৃথকভাবে মোঃ এবাদুল করিম বুলবুল এমপি, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন ও সংরতি মহিলা সদস্য সনি আক্তার সুচীকে ফুলের তোড়া দিছে শুভেচ্ছা জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও উপস্থিত সকলের মঙ্গল কামনার্থে বিশেষ মোনাজাত করা হয়।