১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন। এই দিনটিকে বাংলাদেশ সরকার শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের পে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিকের উপস্থিতিতে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, বীর মুক্তিযুদ্ধা, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, প্রাথমিক শিক সমিতির প থেকে বিনম্র শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার, প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম আহমেদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আবু মুসা, সহকারী প্রধান শিক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, প্রাথমিক শিা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বুলবুল, নবীনগর মডেল প্রেসকাব সভাপতি আবু কাউসার, প্রাথমিক শিক সমিতির সভাপতি এটিএম রেজাউল সবুজসহ বিভিন্ন শিক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ী শিার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।