সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১৫ অক্টোবর ২০২২
কুমিল্লায় আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
জেলা প্রশাসন আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেনজেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
আনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার, স্থানীয় সরকাার বিভাগের উপ-পরিচালক অপর্ণা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী।
এ সময় কুমিল্লা কালেক্টরেট উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কুমিল্লা জেলা প্রশাসন উদ্ভাবিত ‘লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম’- শিক্ষায়তন এর উদ্বোধন করেন সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।