23.2 C
New York
Friday, September 13, 2024
spot_img

ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রতিটি সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হওয়া দরকার; ব্যারিস্টার জাকির আহাম্মদ ***

সন্তানদের প্রতি পিতা-মাতার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ছেলে-মেয়েদের মানুষের মতো মানুষ করতে এবং তাদের দ্বীনি শিক্ষাসহ সু-শিক্ষিত করে গড়ে তুলতে হলে পিতা-মাতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও হাজী মফিজ- অজুফা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ অডিটোরিয়ামে হাজী মফিজ-অজুফা হাফিজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাকির আহাম্মদ এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সন্তানদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে। আপনারা আপনাদের সন্তানকে আদব শিখাবেন, যাতে করে তারা গুরুজন, শিক্ষক ও পিতামাতাকে সম্মান করে। এসময় তিনি শিক্ষায় সমৃদ্ধ আলোকিত নবীনগর গঠনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। হাজী মফিজ-অজুফা হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে আরও উপস্থিত ছিলেন- লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়া, সমাজ সেবক মোকাররম হোসেন, মোয়াজ্জিন মিজানুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা। অভিভাবক সমাবেশে কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রতিক্রিয়া জানান।তারা ব্যারিস্টার জাকির আহাম্মদের বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, ২০১৭ সালে প্রয়াত পিতামাতার নামে ব্যারিস্টার জাকির আহাম্মদ হাজী মফিজ-অজুফা হাফিজিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে অদ্য পর্যন্ত এ মাদ্রাসা থেকে মোট ১৮ জন শিক্ষার্থী হিফজুল কোরআন সম্পন্ন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন