ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম একই গ্রামের মনিরুল ইসলামের মেয়ের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রেমিকের বাড়িতে এসে গত শনিবার বিয়ের দাবীতে অনশনে বসেন ওই কিশোরী। এখবর ছড়িয়ে পড়লে সাকিবুলের বাড়িতে ভিড় জমায় এলাকার উৎসুক জনতা। এদিকে এ ঘটনায় রবিবার কিশোরীর মা নাজমা বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে নবীনগর থানা পুলিশ প্রেমিক সাকিবুলের বাড়িতে এলে পরিবারের লোকজন ওই কিশোরীসহ প্রেমিক সাকিবকে পুলিশের হাতে সোপর্দ করে দেন। স্থানীয়রা জানান, তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, এর আগেও মেয়েটি একাধিকবার ছেলের বাড়িতে চলে এসেছিল। এবং মেয়ের পরিবার তাকে বুঝিয়ে নিয়ে যায়। গত শনিবার পুনরায় সে সাকিবুলের বাড়িতে এলে তার পরিবারের লোকজন বাড়িতে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। রবিবার দুপুরের দিকে স্থানীয় হুজুর দ্বারা তাদের দুজনকে ইসলামী শরীয়া মোতাবেক বিয়ে পড়ানো হয়। তবে মেয়েটি অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের বিয়ের কাবিন করা সম্ভব হয়নি। এবিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, মেয়ের মা বাদী হয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করলে তা গ্রহণ করে এবং ওই কিশোরী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে সোমবার ভিক্টিম হিসেবে এবং প্রেমিক সাকিবকে আসামী হিসেবে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।