6 C
New York
Sunday, April 21, 2024
spot_img

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও গর্ভে থাকা শিশুসহ নিহত-৩

কচুয়া(চাঁদপুর) থেকে হারুনুর রশিদ;

চাঁদপুরের কচুয়া উপজেলায় ঢাকা টু কচুয়া রোডস্থ হাটমুড়া গ্রামে নির্মানাধীন নতুন মসজিদের ৫০ফিট পশ্চিম পাশে আজ শনিবার ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও গর্ভে থাকা শিশুসহ ৩জন নিহত হয়েছে। গাড়ি নং ঢাকা মেট্রো-ট ১২-০৯৯৬.

নিহত ব্যক্তিরা হলেন বারৈয়ারা গ্রামের দিগীরপাড় নিবাসী মো.ধনু মিয়ার ছেলে ওয়াজ উদ্দিন (২৮) ও উত্তর পাড়া নজরুল ইসলামের মেয়ে সাবিকুন নাহার (২৩) তারা দুজন উভয়ই স্বামী স্ত্রী।

সরেজমিনে জানা যায়, গত বছর ধনু মিয়ার ছেলে ওয়াজ উদ্দিনের সাথে নজরুল ইসলামের মেয়ে সাবিকুন নাহার সামাজিক ভাবে বিবাহে আবদ্ধ হন। নিহত ওয়াজ উদ্দিনের স্ত্রী সাবিকুন ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নিহত ওয়াজ উদ্দিন তার স্ত্রীকে নিয়ে সাচার মেডিকেলে চিকিৎসা নিতে যান, মেডিকেলে ডাক্তার দেখানো শেষে সাচার থেকে সিএনজি করে রওয়ানা হন স্বামী স্ত্রী দুজন। অন্য দিকে ট্রাকটি ঢাকা থেকে মালামাল নিয়ে কচুয়া যাওয়ার পথে ট্রাক ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনাাাস্থলেই স্বামী স্ত্রী সহ গর্ভে থাকা ৮মাসের অন্তঃসত্তা শিশুটি মারা যান।

সড়ক দূর্ঘটনাটি সরাসরি পরিদর্শন করেন সাচার পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক মো আনোয়ার হোসেন,পাথৈর ইউপি চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা।

মুখোমুখি সংঘর্ষ হওয়া ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে আছে বলে জানা যায়।

মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় স্বামী – স্ত্রী’র মৃত্যুতে পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আলী আক্কাস মোল্লা ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন