এস.এম অলিউল্লাহ;
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ডাবল ফ্রিজকাপ ফুটবল টূর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা গতকাল মঙ্গলবার বিকেলে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় টান মান্দাইল ফুটবল কাবের মুখোমুখি হয় নবীনগর কুড়িঘর একতা বন্ধু বয়েজ ক্লাব। দূর-দূরান্ত থেকে খেলা উপভোগ করতে আসা শত শত ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ খেলায় দুদলই একের পর আক্রমণ করে যাচ্ছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় কুড়িঘর একতা বন্ধু বয়েজ ক্লাব।
দ্বিতীয়ার্ধে গোল পেতে মারিয়া হয়ে উঠেন টানমান্দাইল ফুটবল একাদশের খেলোয়াড়গণ। প্রাণপণ চেষ্টা করেও শেষ পর্যন্ত কোনো গোলের দেখা পাননি টান মান্দাইল ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে আবারও গোল করে দলকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায় কুড়িঘর একতা বয়েজ ক্লাবের খেলোয়াড় শরিফ। ফলে ৩-০ গোলে টান মান্দাইল ফুটবল কাবকে পরাজিত করে কোয়াটার ফাইনালের টিকিট নিশ্চিত করে কুড়িঘর একতা বন্ধু বয়েজ ক্লাব।
অভিজ্ঞ রেফারিদের দ পরিচালনায় কোন প্রকার বিশৃংখলা ছাড়াই আনন্দঘন পরিবেশে খেলাটি সম্পন্ন হয়।
কোয়াটার ফাইনাল নিশ্চিত করতে পেরে কুড়িঘর একতা বন্ধু বয়েজ ক্লাবের সকল সদস্য ও টিম ম্যানেজার কাতার প্রবাসী মোঃ সোহাগ ও দলীয় অধিনায়ক মিজানুর রহমান আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।