26.3 C
New York
Friday, September 13, 2024
spot_img

মাদক কারবারি ও সেবনকারিকে সামাজিকভাবে বয়কট করতে হবে- কুমিল্লার নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান ***

কুমিল্লার নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান  বলেছেন, কুমিল্লাকে মাদকমুক্ত করতে আন্তরিকতা ও প্রচেষ্টা থাকবে। সেজন্য মানুষকে আরো সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ি ও মাদক সেবনকারিকে সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদক মুক্ত কুমিল্লা গড়তে স্থানীয় জনপ্রতিনিধিদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আর আমাদের পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কনফারেন্স কক্ষে নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার) কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মো: আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আফজাল হোসেন প্রমুখ।

নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান আরো বলেন, কোন উঠতি বয়সী ছেলেরা লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে পারবে না। কুমিল্লা হাইওয়েকে ডাকাতির কবল থেকে মুক্ত করতে আমি সবার সাথে কাজ করবো।

পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাং সনাক্তকরণ নিয়ে আমরা কাজ করছি। কিশোর গ্যাং যতটুকু অপরাধ, তার চেয়ে এটা বেশি সামাজিক ব্যাধি। এই জন্য সমাজ ও অভিভাবক সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, আমার দরজা সবার জন্য খোলা । আমার সাথে দেখা করতে হলে কোন অনুমতির প্রয়োজন নেই।

মতবিনিময় কালে কুমিল্লা বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন