19.5 C
New York
Saturday, October 5, 2024
spot_img

কুমিল্লার এসপি ফারুক আহমেদকে ঐতিহ্য কুমিল্লা’র বিদায় শুভেচ্ছা ***

বিদায় নিলেন এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-বার। সোমবার দুপুরে নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান এর হাতে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে তিনি কুমিল্লা থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নেন।
নতুন পুলিশ সুপারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগমুহূর্তে বিদায়ী পুলিশ সুপার ফারুক আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কুমিল্লার সুশীল সমাজের প্রতিনিধিরা। এসময় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্য কুমিল্লা’র পক্ষ থেকে স্মারক ক্রেস্ট তুলে দেয়া হয়।
ক্রেস্ট প্রদান কালে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটিকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, প্রবীণ রাজনীতিবিদ কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সাবেক গভর্নর, বিশিষ্ট নারী নেত্রী দিলনাঁসী মোহসেন, ধনুয়াখোলা পাবলিক আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামীম হায়দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন শাহজাহান চৌধুরী, উদীচী কুমিল্লার সভাপতি শেখ ফরিদ, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ মজুমদার, বিশিষ্ট রাজনীতিবিদ রোটারিয়ান নাসিরুল ইসলাম মজুমদার, ঐতিহ্য কুমিল্লা’র প্রতিষ্ঠাতা সভাপতি মাছরাঙা টেলিভিশন কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ,বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইকরামুল হক, বরুড়া উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় বিদায়ী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, কুমিল্লাবাসীর আন্তরিকতা কখনোই ভুলার নয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন