২১ আগস্ট গ্রেনেট হামলার বিচার এবং সন্ত্রাস বিরোধী কার্যকলাপের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভাকে সফল ও সার্থক করার লক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীগণ কর্মী-সমর্থকদের অংশগ্রহণে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। এর মধ্যে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের নেতৃত্ব শত শত ছাত্রলীগ কর্মী-সমর্থকদের অংশগ্রহণে মিছিলটি সকলের নজর কারে। নৌ এবং সড়ক পথে নেতা কর্মীরা প্রথমে নবীনগর মনু বাবুর ঘাটে এসে জমায়েত হন। পরে সেখান থেকে হাবিবের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে পৌঁছায়। মিছিলে অংশগ্রহণ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবি মোঃ মেহেদী হাসান বিজয়, মোঃ মোক্কাস ফারুক মিয়া, সাদ্দাম হোসেন, সজিব, রফিকুল ইসলাম, মনির হোসেন, টিপু সুলতান, তুষার, হাসান, ওমর ফারুক, আকরাম, পলাশ, সোহেলসহ আরো অনেকে।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ছাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের নাম থাকলেও তিনি বিদেশে থাকার কারণে উপস্থিত হতে পারেননি বলে উল্লেখ করেছেন ছাত্রলীগের আহবায়ক আবু সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাহমুদুল হাসান পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কবি মোবারক এবং নাসিরুল্লাহর যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় সকল ইউনিয়ন ছাত্রলীগের পক্ষে বক্তব্য রাখেন, নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব।