কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ (৮৪) মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা সিএমএইচ -এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ২৪ বছর চাকুরী জীবন শেষে ওয়ারেন্ট অফিসার হিসেবে ১৯৮৩ সালে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐতিহ্য কুমিল্লার পরিচালক ও মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ইমরুলের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মমতাজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর উপজেলার বলীঘর কবরস্থান সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর গার্ড অফ অনার প্রদান ও জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মুরাদনগর উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার অভিষেক দাশ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। বাঙ্গরা বাজার থানার এসআই কৃষ্ণ মোহনের নেতৃত্বে পুলিশের একটি দল মরণোত্তর গার্ড অফ অনার প্রদান করেন। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পে কুমিল্লা সেনানিবাসের লেফটেন্যান্ট মুর্তজা সাইফ মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার ও দাফন শেষে ফায়ারিং করে সাবেক এই সেনাকর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদর প্রতি শেষ শ্রদ্ধা জানান।