3.8 C
New York
Thursday, December 12, 2024
spot_img

সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল -এর পিতার ইন্তেকাল ***

মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল -এর পিতা বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ (অব. ওয়ারেন্ট অফিসার) গতকাল বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঢাকার সিএমএইচ- এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজাবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে ২৪ বছর চাকুরী শেষে ১৯৮৩ সালে অবসর গ্রহণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহষ্পতিবার বিকাল ৩টায় বলিঘর কবরস্থান মাঠে জানাজা শেষে বলীঘর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল -এর পিতার মৃত্যুতে কুমিল্লাসহ আশপাশের উপজেলার সংবাদ কর্মীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন