অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে এক মাদকসেবীকে *** ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক মাদকসেবী আটকের পর তার অপরাধ স্বীকার করে নেয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন এ রায় ঘোষণা করেন।
আটককৃত মাদকসেবী মো. ইমরান হোসেন এর বাড়ি উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের রসুল্লাবাদ গ্রামে, তার পিতার নাম মৃত জাহের মেম্বার। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকালে রসুল্লাবাদ গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ইয়াবা সেবনরত অবস্থায় মো. ইমরানকে আটক করা হয়। এসময় ইমরান মাদকের নেশা মগ্ন হয়ে মাতলামিসহ অশ্লীল আচরণ করছিল। ঘটনাস্থল হতে ইয়াবা সেবনের সরঞ্জামাদিও উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়। পরে একাধিক সাক্ষীগণের সম্মুখে মাদকসেবী ইমরান তার অপরাধ স্বীকার করে। অভিযান পরিচালনায় নবীনগর থানার এস.আই রনি সুরে রানার সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি মো. মোশারফ হোসন জানান, অপরাধী তার অপরাধ স্বীকার করায় তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।