ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী পূর্বপাড়া বায়তুন নূর জামে মসজিদ গতকাল সোমবার বিকালে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্ভোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বায়তুন নূর জামে মসজিদের সভাপতি আব্দুল করিম সরকার, বড়হিত আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুশতাক আহমাদ বুল্লভী, মাদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাওলানা মাইনুদ্দিন আল আজাদ, সহ সভাপতি আলাউদ্দিন সরকার, জিয়াউল হক লিটন, মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুর রশিদ। উপস্থিত আলেম ওলামাগন কোরআন ও হাদিস শরীফের আলোকে জামে মসজিদ প্রতিষ্ঠা করা, মসজিদে নামাজ পড়া ও মসজিদের খেতমতের ফজিলত সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন হাদিস শরীফে আছে, যে দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করল সে যেন আখেরাতে একটি ভালাখানা নির্মাণ করল।
আব্দুল করিম সরকারের পরিবারের জন্য দোয়া কামনা করে উপস্থিত মুসল্লিগন তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, এখানে মসজিদ হওয়াতে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়তে পারব। দিন দিন নামাজির সংখ্যাও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। দ্রæত এই মসজিদটি পাকাকরণে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান বক্তারা। বড়হিত আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুশতাক আহমাদ বুল্লভীর পরিচালনায় মোনাজাত শেষে উপস্থিত মুছল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।