ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর হাজী আবু তাহের কিন্ডারগার্টেন এর মেধাবী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকালে কিন্ডারগার্টেন প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবীনগর সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নুরুল হোসেন।
হাজী আবু তাহের কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবীনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কোষাধ্য আসাদুজ্জামান কল্লোল, সাতগাও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, লাপাং উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাহেদ আলী, নবীনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, নবীনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেন, নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সভাপতি নুর মোহাম্মদ, ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিনসহ আরো অনেকে।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে নবীনগর পৌর আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পিতার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাজী জাহের ব্যাপারি, খোকা মেম্বার, নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. সোহেল মিয়াসহ কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।