ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে লাখ টাকার ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার বিকেলে বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নবীনগর উপজেলার ভৈরবনগর একাদশ বনাম কসবা উপজেলার ভাটামাথা একাদশ। হাড্ডা হাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। আর সেই টাইব্রেকারে ভৈরবনগর একাদশকে ৭-৬ গোলে পরাজিত করে ভাটামাথা একাদশ জয় লাভ করে।
বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এম এ আওয়ালের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোঃ গোলাম শাহরিয়ার বাদল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র টুর্নামেন্টের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক খোকা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম সালাউদ্দীন বাবু, ট‚র্ণামেন্টের সাধারণ সম্পাদক প্রফেসার সিরাজুল ইসলামসহ আরো অনেকে। এছাড়াও খেলায় আরো উপস্থিত ছিলেন, বিদ্যাকুট মাঠ কমিটির সভাপতি মোঃ হিরন মিয়া, সমাজ সেবক আবু হানিফ সর্দার, সহিদ মেম্বার, আবু তাহের মেম্বার, মোঃ আলী মিয়া, হাবিবুর রহমান হাবি, মো. আব্দুল হান্নানসহ দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ।