বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্ম বার্ষিকী উদ্যাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নবীনগর উপজেলা প্রশাসন, নবীনগর থানা, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে ভার্চুয়ালি সারাদেশে একযোগে প্রচার হওয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠানে সংযুক্ত হয় নবীনগর উপজেলা। ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদান শেষে দোয়া ও মোনাজাতেও অংশগ্রহণ করে নবীনগর উপজেলা।
এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সহকারি কমিশনার ভ‚মি মো. মোশারফ হোসাইন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম সরকার, বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা নুরুন্নাহার বেগম, বাংলাদেশ যুব মহিলালীগের সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক তাহরিমা হক সুপ্তি, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক আমেনা খাতুনসহ আরো অনেকে।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম আহমেদ, মাধ্যমিক শিা কর্মকর্তা মোকাররম হোসেন, প্রাথমিক শিা কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার বুলবুল, সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, নির্বাচন কর্মকর্তা আজগর আলী, উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম, মডেল প্রেসকাব সভাপতি মোঃ আবু কাওসার, প্রাথমিক শিক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুবলীগ নেতা জামাল হোসেন পান্নাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক-শিকিা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাতজন মহিলাকে সেলাই মেশিন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে পাঁচজনকে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট ও বাংলাদেশ সম্পর্কে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।