ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় নবীনগর উপজেলা প্রশাসন, নবীনগর থানা, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি মো. মোশারফ হোসাইন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম, আজহারুল ইসলাম লালু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, প্রেসকাব সভাপতি জালাল উদ্দিন মনির, উপজেলা প্রেসকাব সভাপতি সঞ্জয় সাহা, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা নুরুন্নাহার বেগম, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, অজন্ত কুমার ভদ্র, মানিক বিশ্বাসসহ আরো অনেকে।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, নবীনগর মডেল প্রেসকাব সভাপতি মো. আবু কাউছার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম সরকার বুলবুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকি উদ্দিন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতিচারণ করেন। পরে শেখ কামালসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।