ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাও ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সহ সভাপতি হাসান আল মামুন। তিনি বিগত কয়েক বছর ধরে নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে মেঘনার পাড়ের বসতি, কোমলমতি শিার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সুশিায় শিতি করে গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যার সুফল তিনি ইতিমধ্যেই অর্জন করে চলেছেন।
তার গতিশীল নেতৃত্বে হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় গত রবিবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বালক বিভাগে বাশারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত নবীনগর উপজেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তিনি নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের শিার মান উন্নয়নের পাশাপাশি খেলাধুলায় শিশুদের মনোযোগী করে গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হলেও সভাপতি হাসান আল মামুনের স্বপ্ন তার বিদ্যালয় জেলায় শ্রেষ্ঠ হয়ে বিভাগীয় কিংবা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে। সেই ল্েয তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ একরামুল সিদ্দিক এর সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন পৌর মেয়র এডঃ শিব শংকর দাশ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, শিউলী রহমান, বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক, নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুকসহ আরো অনেকে। এসময় আরো উপস্থিত ছিলেন, বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির, বীরগাঁও ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান আকাশ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিকি কামরুন্নাহার কাঁকন, সহকারী শিক আইনুল হক, সমাজ সেবক মোহাম্মদ হযরত আলী, মোঃ মদন মিয়া, মোঃ তাহের মিয়া, মোঃ সেলিম মিয়া, মোঃ আতাউর রহমান, মোঃ সাক্কুর মিয়া, মোঃ জজ মিয়া, আক্তারুজ্জামান, রুবেল আল হাসান, জাহিদুর হোসেন, ইকবাল হোসেন, রিটন মিয়া, গিয়াস উদ্দিন, আলী আজম, শফর উদ্দিনসহ আরো অনেকে।