-3.7 C
New York
Thursday, January 16, 2025
spot_img

ইউএনও হলেন কাজী, গাছ হলো বর-কনে! হয়ে গেল ‘গাছে-গাছে বিয়ে’ ***

পুতুলে-পুতুলে বিয়ের কথা কমবেশি আমরা সবাই জানি। কিন্তু গাছের সাথে গাছের বিয়ে এটি নিশ্চই সবার কাছেই নতুন! ‘গাছে-গাছে বিয়ে’ দেয়ার মতো এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লার কালী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে ।

গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে গাছে-গাছে বিয়ে অনুষ্ঠানে আম গাছের সাথে আমড়া গাছের এবং কাঠাল গাছের সাথে পেয়েরা গাছের বিয়ে দেয়া হয়। এই ব্যতিক্রমী বিয়ের কাজী ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

ঢাক-ঢোল আর গান-বাজনার মধ্য দিয়েই শুরু হয় বিয়ের আয়োজন। গাছে-গাছে মালা বদল, সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ ও পারস্পরিক মিষ্টিমুখ করার মধ্য দিয়ে সম্পন্ন হয় গাছের সঙ্গে গাছের বিয়ে। পরে কাবিননামায় স্বার করেন বর-কনের পরিচর্যাকারীরা। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগরণের লক্ষ্যে টিফিনের টাকায় ১ লাখ গাছের চারা বিতরণ উপলে ‘গাছে-গাছে বিয়ে’র এ ব্যতিক্রমী আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ। পরে শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজালাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আলম চৌধুরী, গলিয়ারা দনি ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লাল-সবুজ উন্নয়ন সংঘের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনে গাছ রোপণের বিকল্প নেই। আমি আশা করি, লাল-সবুজ উন্নয়ন সংঘ থেকে অনুপ্রাণিত হয়ে অন্যরাও সবুজায়নের লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ করবে ও গাছের যত্ন নিবেন। মানুষের প্রতি মানুষের সম্পর্ক বাড়াতেই এমন ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম। তিনি বলেন, গাছে গাছে বিয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে অন্যরকম আত্মীয়তা হলো। কাওসার আলম জানান, আগামী তিনমাসে টিফিনের টাকায় সারাদেশে ১ লাখ গাছের চারা বিতরণ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন