প্রবাসীদের জীবন এমনিতেই এক প্রকার কষ্টের। মা, বাবা পরিবার পরিজন সকলকে ছেড়ে জীবিকার তাগিদে একাকিত্ব বরণ করে থাকতে হয়। হঠাৎ সে সময় যদি দেশের কোন পরিচিতজনের সাথে সাক্ষাত হয়ে যায়, তখন দেশের কথা যেন আরো বেশি মনে করিয়ে দেয় তাদের। আর সাক্ষাতের মানুষটি যদি হন খোদ নিজের উপজেলার এমপি তাহলে তো আর কথাই থাকে না। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার। বিশেষ কারণে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. এবাদুল করিম বুলবুল।
এই সুযোগ হাত ছাড়া করতে চাননি সিঙ্গাপুর শাখা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। গতকাল দেশটির অভিজাত হোটেল ওয়ান ফেরারে তে অবস্থানকালে সিঙ্গাপুর শাখা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত জয়ের নেতৃত্বে সিঙ্গাপুর আওয়ামী পরিবার এমপি এবাদুল করিম বুলবুল এর সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উনার শারিরীক খোঁজ খবর নেন তারা।
সাক্ষাতের এক সময় নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের কৃতি সন্তান সিঙ্গাপুরের প্রতিষ্ঠিত ব্যবসীয় ও সিঙ্গাপুর শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলী রহমত জয় এলাকার সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত জয় জানান, বর্তমান এমপি এবাদুল করিম বুলবুল মহোদয় একজন সৎ ও ধার্মিক মানুষ। আমি আমাদের দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।