সকালের সূর্য দেখে অনেকেই নাকি বলতে পারেন পুরো দিন কেমন যাবে? হয়তো সেই ধারণা থেকেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২১নং কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ের বার্তাটি বুধবার ভোটের দিন সকালেই দিয়েছিলেন ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আল ইমরান।
সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। যেখানে ২৫১৯ ভোট পেয়ে আল ইমরান তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী দলীয় প্রতিক নৌকার মনোনিত প্রার্থী আবুল খায়েরকে ৮৭৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। আবুল খায়ের মুন্সী নৌকা প্রতিকে পেয়েছেন ১৬৪৩ ভোট।
এর আগে সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা রাকারী বাহিনী ও প্রশাসনের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো ইউনিয়নের বয়ঃবৃদ্ধ নর-নারীসহ অসুস্থ মানুষজন উৎফুল্ল মনে ভোট কেন্দ্রে এসেছেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। অনেকদিন পরে এমন সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
উল্লেখ্য নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৮জন। তাদের মধ্যে বাকি ৬জন প্রার্থী ভোট পেয়েছেন যথাক্রমে স্বতন্ত্র প্রার্থী বোরহান উদ্দিন টেলিফোন প্রতিকে পেয়েছেন ৮৮৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত প্রার্থী মোহাম্মদ আল আমিন হাত পাখা প্রতিকে পেয়েছেন ৫১২ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. অলি উল্লাহ মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ১০৭৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল উদ্দিন আনারস প্রতিকে পেয়েছেন ১৬১৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন অটোরিক্সা প্রতিকে পেয়েছেন ১৪১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দিন চশমা প্রতিকে পেয়েছেন ৫৪৯ ভোট।