ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার কলেজ পাড়ায় মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে এসে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন বাবা আলী আকবর (৭১)। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। শনিবার সকাল ৯ টায় তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়।
জানা যায়, উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দাড়রা গ্রামের আলী আকবর নবীনগর কলেজ পাড়ায় তার মেয়ের শ্বশুর বাড়িতে গত মঙ্গলবার বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে শুক্রবার রাতে তিনি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান।
খবর পেয়ে শনিবার ভোরে মাওলানা মেহেদী হাসানের নেতৃত্বে করোনায় মারা যাওয়া লাশ দাফন কমিটির সদস্যরা উপস্থিত হন মৃত আলী আকবর এর বাড়ি রসুল্লাবাদের দাররা গ্রামে। সকাল ৯টায় মরহুমের জানাযা নামাজ শেষে দাররা কেন্দ্রীয় কবরস্থানে সম্পূর্ণ ইসলামী নিয়মানুসারে মরদেহ দাফন কার্য সম্পন্ন করা হয়।
আলী আকবর এর দাফন কার্যের মধ্য দিয়ে উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ জনের মৃতদেহের দাফন সম্পন্ন করলেন উপজেলা দাফন কমিটির সদস্যরা।
দাফনকার্যে সার্বিক সহযোগিতা করেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, নবীনগর থানার ইনচার্জ রনোজিত রায়, ওসি তদন্ত রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা আব্দুস সালাম, ইসলামিক ফাউন্ডেশন এর রুহুল আমিন, টিম সহকারী মুফতি হেদায়েত উল্লাহ, মাওলানা নাদিম, মাওলানা একরামুল ইসলাম, মো. মারজান, মাওলানা সানাউল্লাহ, মাওলানা শাহ্ নেওয়াজ, মাওলানা জাকারিয়া মাহমুদ, মাওলানা আব্দুর রহমান, সাংবাদিক সঞ্জয় শীল সহ আরো অনেকে।