কুমিল্লায় যাত্রা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ এর কার্যক্রম। রোবরার বিকেলে রঙ্গীন বেলুন উড়িয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ এর শুভ উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) মোঃ মাহবুবর রহমান। কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাউজিং এস্টেটে এর কার্যক্রম উদ্বোধন করা হয়।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ কুমিল্লার পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন, বিজিবি কুমিল্লার উপ-পরিচালক কর্ণেল মারুফুল আবেদীন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার এডিশনাল ডিআইজি ফারুক আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. জিল্লুর রহমান, বিসিক কুমিল্লার সহ-সভাপতি জামাল আহমেদসহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) মোঃ মাহবুবর রহমান বলেন, শিল্প পুলিশ মালিক শ্রমিকদের পে কাজ করছে। শ্রমিক অসন্তোষসহ বেতন ভাতা প্রদানে মালিক শ্রমিক বিজিএমসহ সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে সমাধানের চেষ্টা করে। শিল্প পুলিশ, মালিক-শ্রমিকদের আস্থা অর্জন করেছে। দেশের শিল্পের বিকাশে এ পুলিশ কাজ করছে।