-3.7 C
New York
Thursday, January 16, 2025
spot_img

আমরা কখনো শ্রীলংকা হবোনা.. বললেন, এল.জি.আর.ডি. মন্ত্রী তাজুল ইসলাম ***

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আমরা কখনো শ্রীলংকা হবোনা ইনশাল্লাহ। বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের যথেষ্ট শক্তি ও সামর্থ রয়েছে।

তিনি রোববার দুপুরে কুমিল্লা আদালত প্রাঙ্গনে কুমিল্লা আইনজীবী সমিতির ১১তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সারাবিশ্বই এখন আতংকিত মুহুর্ত পার করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশর কোন একক ভুমিকা নেই। সারা পৃথিবীর বিভিন্ন দেশেই এই সমস্যা মোকাবেলা করছে।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আহছান উল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের। এসময় জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন