উপজেলা আওয়ামী লীগ যার দ্বারা সুসংগঠিত এবং গতিশীল থাকবে, তৃণমূল নেতৃবৃন্দ যার উপর আস্থা ও বিশ্বাস রাখতে পারবে, আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকেই দলের মনোনয়ন দিবেন। গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এসব কথা বলেন। তিনি আরো বলেন আগামী দিনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচন পাবলিকলি নয়, দলের গঠনতন্ত্র অনুসারেই হতে হবে।
জিনদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষে জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। তিনি বলেন, আমার এবং বুলবুল ভাইয়ের মধ্যে কোন দূরত্ব, ভুল বুঝাবুঝি বা দ্ব›দ্ব নেই। আমাদের মাঝে প্রতিদ্ব›িদ্বতা থাকতে পারে, যেটি দলের জন্য ভালো। তিনি আরো বলেন আগামী নির্বাচনে আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে তাই আমাদের নেতা-কর্মীদের মাঝে কোন প্রকার দ্ব›দ্ব থাকলে চলবে না, সকলেই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় বৃষ্টি বিঘিœত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব সংকর দাস, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম শাহরিয়ার বাদল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. সুজিত কুমার দেব, কাজী ইয়াবের হোসেন জামিল, যুগ্ন সাধারন সম্পাদক মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মোশারফ হোসেন, ভিপি আব্দুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, ইউপি চেয়ারম্যান আবু মোসা, জাহাঙ্গীর আলম, শামছুজ্জামান খান মাসুম, গোলাম মোস্তফা ভিপি মারুফ, সাবেক ইউপি চেয়ারম্যান আজহার হোসেন জামাল, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ। জনসভায় স্বাগত বক্তব্য রাখেন, জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি।