একটি এলাকার অবকাঠামোসহ সাবির্ক উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য খাত একটি গুরুত্বপূর্ণ দিক। ঠিক তদ্রুপ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে গেল নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতিকে বিজয়ী হওয়ার পর থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন, তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
উপজেলাবাসী দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তিনি নিয়েছেন একাধিক পদক্ষেপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি তিনি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোকেও ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় দেড় কোটি ব্যয়ে নব নির্মিত দ্বিতল বিশিষ্ট জিনদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রটি গতকাল শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। এসময় সাংসদ এবাদুল করিম বুলবুল বলেন, এখানেই শেষ নয় আমি চাই, আপনারা যারা চিকিৎসক রয়েছেন, আপনাদের মাধ্যমে উপজেলাবাসী সর্বোচ্চ সেবাটুকু পাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই স্বাস্থ্য সেবায় সারা দেশে নবীনগর উপজেলাকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো।
তথ্য সূত্রে জানা যায়, স্বাধীনতা যুদ্ধের পূর্ববর্তী সময়ে প্রতিষ্ঠিত জিনদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিলো। স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুলের ঐকান্তিক প্রচেষ্টায় গেল বছরের ফেব্রুয়ারী মাসে এটি’র নতুন ভাবে নির্মানের কাজ শুরু হয় এবং সেই কাজ শেষ হয় এবছরের ফেব্রুয়ারী মাসে। কাজ শেষ হওয়ার পরপরই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাবিবুর রহমান এর দিক নির্দেশনায় প্রতিদিন একজন ফার্মাসিষ্ট এবং সপ্তাহে দুই একজন মেডিক্যাল অফিসার সেখান থেকে ওই এলাকার সর্বসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছেন। আগে যেখানে প্রতিদিন ৪০-৫০জন সাধারণ রোগী সেবা গ্রহণ করতেন, সেখানে বর্তমানে ১০০-১২০জন সাধারণ রোগী প্রাথমিক সেবা গ্রহণ করছেন। এতে করে ওই এলাকার মানুষজনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিতে যে পরিমান সময় ও বিড়ম্বনায় পড়তে হতো তা অনেকাংশেই কমে গেছে। এলাকাবাসী খুশি এখানে সেবা পেয়ে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মো. একরামুল্লাহ’র সভাপতিত্বে নবনির্মিত উপ-স্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় পরিচালক, ডা. মো. শাহ্ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি সহ উপজেলা চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।