ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দোলাবাড়ি পৌর প্রাথমিক বিদ্যালয়ের ১৫০জন শিক্ষার্থীদের মাঝে শিা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে শিা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন এর সভাপতিত্বে এবং মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক আবু কামাল খন্দকার, উপজেলা সহকারী শিা কর্মকর্তা শিউলী কর, ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন, রেহেনা বেগম, সাপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, প্রধান শিক দুলাল মিয়া, শিক মহিবুল হাসান খোকন, আবু ইউসুফসহ আরো অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের কর্ণধার- রিফাতুল হক।