শোয়েব শান্ত (নবীনগর) শ্যামগ্রাম থেকে:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ-মানিকনগর সড়কটি ওই এলাকার জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম। এই সড়কটি দিয়ে ওই এলাকার হাজারো সাধারণ মানুষ উপজেলাসহ জেলা শহরে যাতায়াত করে থাকেন। কিন্তু সড়কটির নাছিরাবাদ নতুন পাড়া নাম এলাকায় প্রায় ৭০০ মিটার মাটির হওয়ায় সামান্য বৃষ্টিতে ওই অংশটুকুর অবস্থা একেবারে নাজুক হয়ে পড়ে এবং চলাচলের অনুপযোগী হয়ে যায়। এত চরম ভোগান্তিতে পরেন এলাকাবাসী।
সরেজমিনের গিয়ে দেখা যায়, উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ-মানিকনগর সড়কের সংস্কার ও পাকাকরণ কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুরো সড়কের কাজ হলেও নাছিরাবাদ নতুন পাড়া অংশটুকু সংস্কার বা পাকাকরণ করা হয় নাই। দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতে সড়কে থাকা বড় বড় গর্তগুলো যেন ছোট ছোট পুকুরে পরিনত হয়ে যায়। সড়কের এই রকম নাজুক অবস্থাতে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল করছে।
এ বিষয়ে শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুল মুঠোফোনে নবীনগর তিতাস টিভিকে বলেন, এই রাস্তাটির প্রায় সবটুকুই পাকা হয়ে গেছে শুধু মাত্র নতুন পাড়া এলাকার কিছু অংশ বাকি আছে। ওই অংশটুকুর দুপাশে পুকুর থাকায় কাজ শেষ হতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আশা করছি ঠিকাদার ও পুকুর মালিকদের সাথে কথা বলে অতি দ্রুতই রাস্তাটির কাজ শেষ করা হবে।
এলাকাবাসী দূভোর্গ লাঘবে ও জীবন যাত্রার মান উন্নয়নে রাস্তাটি দ্রæত সংস্কার ও পাঁকাকরণ করা হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।