আলোচনা সভা, র্যালী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ পালন করা হয়েছে। ‘৮শ কোটির পৃথিবী; সকলের সুযোগ পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ -এ শ্লোগানে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সুমনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসকাব সভাপতি জালাল উদ্দিন মনির, মামনি’র প্রজেক্ট ম্যানেজার জালাল উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক এনামুল হক, পরিবার কল্যাণ সহকারি ইফত আরা বেগমসহ আরো অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আহসান উল্লাহ।
পরে উপজেলা পর্যায়ে ভালো কর্মদক্ষতা প্রদর্শনের জন্য ইউপি চেয়ারম্যানসহ একাধিক পরিবার পরিকল্পনা পরিদর্শকের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ। এদিকে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।