সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতেও ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। গত ১৬ জুলাই হতে নবীনগর পৌরসভায় আবেদন করা নতুন ভোটাদের ছবি তোলার কাজ শুরু হয়।
আজ ১৯ জুলাই পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ডের ভোটারদের ছবি তোলার মধ্য দিয়ে পৌরসভার সকল নতুন ভোটারের ছবি তোলা সম্পন্ন হয়। ভোলাচং উচ্চ বিদ্যালয়ে আজ ছবি তোলা কার্যক্রম পরিদর্শনে যান পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস।
এসময় তিনি উপজেলা নির্বাচন অফিসার মো. আজগর আলী’র তত্বাবধানে চলা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
এর আগে উপজেলা নির্বাচন অফিসার মো. আজগর আলী উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনাক্রমে নতুন ভোটারদের আবেদন ও ছবি তোলার বিষয়ে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে উপজেলাবাসীকে অবগত করান। তারই ফলশ্রুতিতে উপজেলাবাসী স্বত:স্ফ‚র্তভাবে ভোটার হালনাগাদ কার্যক্রমে অংশগ্রহণ করেন। উল্লেখ্য আজ পৌরসভার ছবি তোলা কার্যক্রম সম্পন্ন হলেও আগামীকাল থেকে সলিমগঞ্জ ইউনিয়নের মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম শুরু হবে। নতুন আবেদন করা সকলকে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ছবি তুলতে আহবান জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মো. আজগর আলী।