‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ -এ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস- ২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. শামীম আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, নবীনগর থানার পুলিশ পরিদর্শক নূরে আলম, প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিক আবু কামাল খন্দকার, শিক নিজাম উদ্দিন, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাউছার, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি এনামুল হক, খেলাঘরের সাধারণ সম্পাদক জামাল হোসেন পান্না, সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, শিক্ষক লাকী আক্তার, মাদক মুক্ত নবীনগর চাই পৌর শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মাজেদ, উপজেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, পৌর শাখার যুগ্মসাধারণ সম্পাদক মামুন পাশা, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, মিজান, রাব্বী সহ আরো অনেকে। এসময় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।