21.6 C
New York
Saturday, October 5, 2024
spot_img

প্রধানমন্ত্রীকে নবীনগরে আসার অনুরোধ জাতীয় সংসদে ** স্বাস্থ্যমন্ত্রী’র প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসিইউ নির্মাণের দাবি জানিয়েছেন এমপি ***

গত ২০ জুন অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে ব্রা‏হ্মণবাড়িয়া-৫ নবীনগরের স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বক্তব্য প্রদানকালে উপজেলাবাসীর স্বাস্থ্য সেবার মান বাড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কি ধরণের লোকবল ও যন্ত্রাংশের প্রয়োজন তা নিয়ে আলোচনা করতে গিয়ে সাংসদ বলেন, আগে যেখানে প্রতিদিন দুইশ রোগী সেবা পেত এখন সেখানে সাতশ থেকে আটশ রোগীকে সেবা দেয়ার সক্ষমতা অর্জন করেছে হাসপাতালটি। বর্তমানে হাসপাতালের রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে পূর্বের ৯ গুণ, নিয়োগ দেয়া হয়েছে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। এসময় এমপি এবাদুল করিম বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর নিকট সার্জারি ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার এবং নির্মানাধীন নতুন ভবনে গুরুতর অসুস্থ রোগীদের জন্য চার বেডের করোনারী কেয়ার ইউনিট অর্থ্যাৎ (সিসিইউ) প্রতিষ্ঠার জন্য জোর দাবী জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি পুরো উপজেলার শিক্ষা, যোগাযোগ, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে এমপি এবাদুল করিম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু স্মৃতি বিজরিত নবীনগরে আসারও অনুরোধ জানান…..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন